
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। গোয়েন্দা সংস্থার একটি সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, জামাত, এনসিপি ও ইনক্লাব মঞ্চের সঙ্গে সংশ্লিষ্ট কিছু উগ্রপন্থী সদস্য দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের নাশকতামূলক হামলার পরিকল্পনা করছে বলে আশঙ্কা করা হচ্ছে।
গোয়েন্দা সূত্র জানায়, সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে ঢাকাস্থ ইন্ডিয়ান এম্বাসিসহ বিভিন্ন কূটনৈতিক মিশন, গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা এবং দেশের সবগুলো ক্যান্টনমেন্ট অন্তর্ভুক্ত থাকতে পারে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশব্যাপী ব্যাপক ক্ষয়ক্ষতি ও আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে সংশ্লিষ্ট সূত্রগুলো আরও জানায়, প্রাপ্ত তথ্যের একটি অংশ এখনও যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক আঞ্চলিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে উগ্রবাদী গোষ্ঠীগুলোর তৎপরতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এ কারণে কূটনৈতিক এলাকা, সামরিক স্থাপনা এবং জনসমাগমপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা জরুরি হয়ে পড়েছে।
এ বিষয়ে সরকারিভাবে এখনও বিস্তারিত কোনো বক্তব্য দেওয়া না হলেও, দায়িত্বশীল সূত্র জানিয়েছে—জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।