
বাংলাদেশে পিটার হাসের উত্তরসূরি কূটনীতিক ট্র্যাসি এন জ্যাকবসন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স-সিডিএ) হিসেবে ঢাকায় দায়িত্ব পালন করেন। মূলত বাংলাদেশে সংস্কারপ্রক্রিয়া ও গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনের জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। বিষয়টি জানিয়ে ঢাকায় মার্কিন দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে কূটনৈতিক চিঠি দিয়েছে। তবে সম্প্রতি তাকে ট্রাম্পের নির্বাহী নির্দেশ এর মাধ্যমে তাকে ঢাকা ত্যাগের নির্দেশ প্রদান করা হয়। ট্র্যাসি ছিলেন পিটার হাসের উত্তর সূরি। তিনি আগামী ২৩ ডিসেম্বর বাংলাদেশ থেকে চলে যাবেন। তার পরিবর্তে দায়িত্ব পালন করার জন্য ডোনাল ট্রাম্প এর নিযুক্ত ব্রেন্ট ক্রিস্টেনসে মার্কিন রাষ্ট্রদূত নিযুক্ত হয়ে বাংলাদেশের কুটনীতির দায়িত্ব পালনের উদ্দেশ্য আসছেন। তিনি আগামী ০৩ জানুয়ারি দায়িত্ব পালন করবেন।