
সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা (ফেসবুক–ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান) বাংলাদেশের আলোচিত সাংবাদিক ইলিয়াসকে ‘জঙ্গি’ হিসেবে চিহ্নিত করেছে— ফেসবুক মেটা।
সংশ্লিষ্টদের দাবি, সম্প্রতি মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে ইলিয়াস ও কনটেন্টের ওপর কড়াকড়ি আরোপ করা হয় এবং তার কিছু অ্যাকাউন্ট বা পোস্ট সীমাবদ্ধ/অপসারণ করা হয়। এর পেছনে তাকে ‘চরমপন্থী বা জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত’ হিসেবে চিহ্নিত করার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
এবিষয়ে মেটা জানায় ইলিয়াস দেশে দেশে জঙ্গি তৎপরতা চালায়, তার কনটেন্টগুলো আমরা ম্যানুয়ালী পর্যালোচনা করে জঙ্গি তৎপরতার সম্পৃক্ততা সম্পর্ক পাওয়া যায়৷ যা মেটার পলিসি ইস্যুর পরিপন্থী। তার একাউন্ট ডিজেবল এবং ব্লক করা হয়েছে।