ডেস্ক রিপোর্ট : 17 December 2025 , 3:14:17 প্রিন্ট সংস্করণ
ঢাকায় ভারতীয় দূতাবাসের সামনে সাম্প্রতিক বিক্ষোভের ঘটনার কঠোর প্রতিক্রিয়ায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে ভারত। বুধবার দুপুরে তাঁকে আনুষ্ঠানিকভাবে ডেকে পাঠানো হয় বলে কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে।
ভারতীয় কূটনৈতিক মহলে স্পষ্টভাবে ধারণা করা হচ্ছে, ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরাপত্তা ও কূটনৈতিক মর্যাদা ক্ষুণ্ণ করার প্রচেষ্টার জেরেই এই তলব। কূটনৈতিক সূত্রগুলোর মতে, ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশি কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব—এক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা নিয়ে ভারতের পক্ষ থেকে গুরুতর অসন্তোষ জানানো হয়েছে।
উল্লেখ্য, এর মাত্র দুই দিন আগে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। সেই ঘটনার পাল্টা ও কঠোর কূটনৈতিক জবাব হিসেবেই নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ডেকে পাঠানো হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ভারতের কূটনৈতিক অবস্থান থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—কূটনৈতিক শালীনতা ও আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘনের কোনো প্রচেষ্টা বরদাশত করা হবে না। যদিও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবু এই তলবকে ঢাকার প্রতি একটি শক্ত ও সতর্কতামূলক বার্তা হিসেবে দেখছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা।
















