আর্ন্তজাতিক

ভিক্ষা করায় বিভিন্ন দেশ থেকে হাজারো পাকিস্তানিকে ফেরত

  ডেস্ক রিপোর্ট : 18 December 2025 , 11:08:32 প্রিন্ট সংস্করণ

ভিক্ষাবৃত্তিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চলতি বছরে বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পাকিস্তানিকে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে অবৈধ ভ্রমণচেষ্টার সন্দেহে বিমানবন্দর থেকেই নামিয়ে দেওয়া হয়েছে অন্তত ১০ হাজার অভিবাসনপ্রত্যাশীকে। বুধবার পাকিস্তানের জাতীয় পরিষদের এক সংসদীয় কমিটিকে এ তথ্য জানানো হয়। খবর জিও নিউজের।
ওভারসিজ পাকিস্তানিস ও মানবাধিকার বিষয়ক জাতীয় পরিষদের স্থায়ী কমিটির বৈঠকে এই ব্রিফিং দেন ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) মহাপরিচালক রিফাত মুখতার রাজা। কমিটির সভাপতিত্ব করেন আঘা রফিউল্লাহ।
এফআইএ প্রধান জানান, শুধু চলতি বছরেই প্রায় ৫১ হাজার পাকিস্তানিকে বিভিন্ন বিমানবন্দর থেকে ভ্রমণের অনুমতি না দিয়ে নামিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, ভিক্ষাবৃত্তির অভিযোগে সবচেয়ে বেশি পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব, সংখ্যা প্রায় ২৪ হাজার। একই কারণে সংযুক্ত আরব আমিরাত ফেরত পাঠিয়েছে প্রায় ৬ হাজার এবং আজারবাইজান থেকে বহিষ্কার করা হয়েছে আনুমানিক ২ হাজার ৫০০ জনকে।
বৈঠকে জানানো হয়, ইউরোপে অবৈধভাবে প্রবেশের উদ্দেশ্যে ওমরাহ পালনের অজুহাতে যাত্রা করা কয়েকজনের কাছে সন্দেহজনক নথিপত্র পাওয়া গেলে তাদের যাত্রা বাতিল করা হয়। প্রমাণ পাওয়ার পরই এসব যাত্রীকে বিমানবন্দর থেকে নামিয়ে দেওয়া হয়েছে বলে জানান এফআইএ মহাপরিচালক।
এ ছাড়া চলতি বছরে প্রায় ২৪ হাজার পাকিস্তানি কম্বোডিয়া গেছেন, যাদের মধ্যে ১২ হাজার এখনো দেশে ফেরেননি। একই সময়ে প্রায় ৪ হাজার পাকিস্তানি পর্যটন ভিসায় মিয়ানমার গেছেন, যাদের মধ্যে প্রায় ২ হাজার ৫০০ জন আর ফিরে আসেননি।
রিফাত মুখতার রাজা আরও জানান, কঠোর নিয়ন্ত্রণ ও নীতিগত পরিবর্তনের ফলে পাকিস্তানের পাসপোর্ট র‍্যাংকিং ১১৮ থেকে উন্নীত হয়ে ৯২-এ এসেছে। একসময় অবৈধ অভিবাসনের শীর্ষ পাঁচ দেশের তালিকায় থাকলেও এখন সেই তালিকা থেকে পাকিস্তান বেরিয়ে এসেছে বলে দাবি করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, ইউরোপে অবৈধভাবে যাওয়া পাকিস্তানিদের সংখ্যাও কমেছে। গত বছর যেখানে এ সংখ্যা ছিল প্রায় ৮ হাজার, সেখানে চলতি বছরে তা নেমে এসেছে প্রায় ৪ হাজারে।
বৈঠকে আরও জানানো হয়, দুবাই ও জার্মানি পাকিস্তানের অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা-মুক্ত সুবিধা দিয়েছে। পাশাপাশি আগামী জানুয়ারির মাঝামাঝি একটি ই-ইমিগ্রেশন অ্যাপ চালুর পরিকল্পনার কথাও জানায় এফআইএ।

আরও খবর

খালেদা জিয়াকে সেনাকুঞ্জে নেওয়া নিয়ে বিতর্ক: চিকিৎসা নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ,তীর ওয়াকার ও ইউনূসের দিকে

ভিক্ষা করায় বিভিন্ন দেশ থেকে হাজারো পাকিস্তানিকে ফেরত

পাকিস্তানের আইএসআইএর পরিকল্পনায় যুদ্ধাপরাধীদের পক্ষের অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তাদের নেতৃত্বে আট হাজার সশস্ত্র শিবির সন্ত্রাসী এবং মাদ্রাসায় মাদ্রাসায় বোমা কারখানা – এটাই কি আদর্শ ও অভূতপূর্ব নির্বাচনী প্রস্তুুতি?

ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসনকে ঢাকা ত্যাগের নির্দেশ – ইউনূসের কপালে ভাঁজ- ০৩ জানুয়ারিতে নতুন রাষ্ট্রদূত

ইলিয়াসকে জঙ্গি হিসেবে  আখ্যা দিলো মেটা

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ফোন করে যুদ্ধ বিরতি জন্য ভারতকে অনুরোধ না করলে, পাকিস্তানকে নাই করে দিতো ভারত, অপারেশ সিঁদুরে- প্রথমবারের মতো অপারেশন সিঁদুরে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করল পাকিস্তান

Sponsered content

গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী জামাত, এনসিপি এবং ইনক্লাব মঞ্চের জঙ্গিরা ইন্ডিয়ান এম্বাসি সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ও সবগুলো ক্যান্টনমেন্টে বড় ধরনের হামলার পরিকল্পনা

নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে জামাত, মিলিশিয়াবাহীনি এবং ইউনূসের ডিজিএফআইয়ের নতুন ষড়যন্ত্র ৫০ নেতাকমীদের হত্যার ছক ঢাকায় অস্ত্র পরিবহন

শাহবাগে হাদীর জানাযার আড়ালে জঙ্গি তৎপরতা! শীর্ষ নেতাদের প্রকাশ্য উপস্থিতিতে কাঁপছে নিরাপত্তা মহল

পাকিস্তানের আইএসআইএর পরিকল্পনায় যুদ্ধাপরাধীদের পক্ষের অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তাদের নেতৃত্বে আট হাজার সশস্ত্র শিবির সন্ত্রাসী এবং মাদ্রাসায় মাদ্রাসায় বোমা কারখানা – এটাই কি আদর্শ ও অভূতপূর্ব নির্বাচনী প্রস্তুুতি?

কুমিল্লায় পুলিশের ওপর হামলা ও ব্যবসায়ীকে মারধরের অভিযোগে জামাত–বিএনপি কর্মীদের বিরুদ্ধে মামলা

ইলিয়াসকে জঙ্গি হিসেবে  আখ্যা দিলো মেটা

আরও খবর: আর্ন্তজাতিক

খালেদা জিয়াকে সেনাকুঞ্জে নেওয়া নিয়ে বিতর্ক: চিকিৎসা নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ,তীর ওয়াকার ও ইউনূসের দিকে

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ফোন করে যুদ্ধ বিরতি জন্য ভারতকে অনুরোধ না করলে, পাকিস্তানকে নাই করে দিতো ভারত, অপারেশ সিঁদুরে- প্রথমবারের মতো অপারেশন সিঁদুরে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করল পাকিস্তান

পাকিস্তানের আইএসআইএর পরিকল্পনায় যুদ্ধাপরাধীদের পক্ষের অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তাদের নেতৃত্বে আট হাজার সশস্ত্র শিবির সন্ত্রাসী এবং মাদ্রাসায় মাদ্রাসায় বোমা কারখানা – এটাই কি আদর্শ ও অভূতপূর্ব নির্বাচনী প্রস্তুুতি?

ইলিয়াসকে জঙ্গি হিসেবে  আখ্যা দিলো মেটা

ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসনকে ঢাকা ত্যাগের নির্দেশ – ইউনূসের কপালে ভাঁজ- ০৩ জানুয়ারিতে নতুন রাষ্ট্রদূত

ভিক্ষা করায় বিভিন্ন দেশ থেকে হাজারো পাকিস্তানিকে ফেরত